কুমিল্লার হোমনায় ঘরের ভেতর মুরগি ঢুকাকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাত চাচার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ নিহতের ভাতিজা মহিউদ্দিন নামে এক যুবককে আটক করেছে। সে নিহত ওসমান গনির চাচাতো ভাই আবুল হোসেনের পুত্র।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওসমান গনি (৭০) ওই গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামের মো. ওসমান গনি সোমবার ভোরে ফজর নামাজ পড়ে ঘরের বারান্দায় বসা ছিলেন। এসময় তার চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে মহিউদ্দিনের কয়েকটি মুরগি ওসমান গনির ঘরে ঢুকে। এতে ওসমান গনি বাধা দিলে মহিউদ্দিন এসে তার সাথে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন ওসমান গনিকে কিল ঘুষি মেরে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে আহত অবস্থায় ওসমানগনিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওসমান গনির ছোট ভাই মো. ইউনুস মিয়া অভিযোগ করে বলেন, ঘরের ভেতর মুরগী ঢুকার ঘটনাকে কেন্দ্র করে মহিউদ্দিন আমার ভাই ওসমান গনিকে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে মেরে ফেলে।
বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আটক মহিউদ্দিন পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম