কুমিল্লার মুরাদনগরের বাহেরচরের পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণকাণ্ডের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার চার আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (৮ জুলাই) আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই দিন ভুক্তভোগী নারীকে ঘরের ভেতর আটকে নির্যাতন ও ভিডিও ভাইরাল করার বিষয়ে গ্রেফতাররা বেশ কিছু তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।তবে এ বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।
তবে মামলার তদন্তসংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে ঘটনার সময় নির্যাতন ও ভিডিওকারীদের নাম প্রকাশ করেছেন আসামিরা। একই মামলায় গ্রেফতার আরেক আসামি ও ঘটনার পরিকল্পনাকারী শাহ পরানের রিমান্ড শুনানি হবে বুধবার।
গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হকের আদালতে চারজনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। আদালত ৪ জনের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন– রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিক। আজ মঙ্গলবার রিমান্ড শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম