দ্বিতীয় বারের মতো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার শারমিন ফাতেমা। তিনি উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মুরাদনগর স্কাউটসের প্রতিষ্ঠাতা সম্পাদক।
তার পিতা মরহুম বদির উদ্দিন আহমেদ মুরাদনগর ডি.আর.সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কার্যালয় থেকে এক পত্রে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিতদের নাম নিশ্চিত করা হয়। সেই তালিকায় কাব-স্কাউট ক্যাটাগরিতে মুরাদনগরের শারমীন ফাতেমার নাম স্থান পায়।
প্রসঙ্গত, শারমীন ফাতেমা ২০১৭ সালে মুরাদনগর উপজেলায় কাব-স্কাউট ক্যাটাগরিতে প্রথম হন। ২০১৮ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত হন। করোনাকালে সংসদ টেলিভিশনে প্রাথমিকের প্রাণবন্ত ক্লাশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন শিক্ষক শারমীন ফাতেমা।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম