"এসো মিলি প্রাণের টানে,বন্ধুত্বের আহবানে" এই স্লোগান নিয়ে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ এবং এইচএসসি শ্রীকাইল কলেজ ২০০২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে কেক কেটে উদ্বোধন করেন শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন সরকার ও সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।
শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০০০ এবং শ্রীকাইল কলেজ ব্যাচ ২০০২ এর প্রাক্তন শিক্ষার্থী নুরুল আমিন মিশুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহনেওয়াজ মুন্সী, সুব্রত পাল, শরীফ ভূঁইয়া, কাইয়ুম বেগ, মাহফুজুল ইসলাম সুজন, মো. জোবায়ের, কামাল হোসেন, আয়নাল হোসেন সুহেল, জসিম উদ্দিন, আল-আমিন, ইকবাল বাহার, তৌহিদুল ইসলাম কমল, রাজন চন্দ্র দাস, তাছলিমা সুমি, তাহমিনা আক্তার খুকু, সাথী আক্তার।
দুপুরে মধ্যাহ্ন ভোজের পর উৎসব মুখর পরিবেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে শাহনেওয়াজ মুন্সী জানিয়েছেন, আমাদের অনেক ব্যাচমেট চাকরিজীবী ও প্রবাসে থাকায় তাঁরা উপস্থিত থাকতে পারেনি। দেশে ও বিদেশে অন্যান্য বন্ধুদের ভার্চুয়ালি যুক্ত করা হয়েছিল। পুনর্মিলনী অনুষ্ঠানে এস এস সি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের প্রায় ৮০ জন সহপাঠী উপস্থিত ছিলেন। আগামীতে সবার সার্বিক সহযোগিতায় আরো বড় পরিসরে সকল বন্ধুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন পরিকল্পনা রয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম