কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ তিন জনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলা সদরের ডি আর হাই স্কুল এলাকার গোমতী নদীর বেড়িবাঁধ থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুরলা পাথর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম (২২), দুলাল এর ছেলে সাইফুল (২৫) ও মৃত জহির উদ্দিনের ছেলে মোস্তাফা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মুরাদনগর সদর এলাকার গোমতী নদীর বেড়িবাঁধ দিয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের নির্দেশনায় এসআই রুহুল আমিন ও এএসআই শামীম আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় বেড়িবাঁধ থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হবে।
Last Updated on March 29, 2025 7:42 pm by প্রতি সময়