কুমিল্লার মুরাদনগরে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। আনিসুর রহমান নামের ওই প্রবাসীর বাড়ি নির্মাণকালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় হামলা করা হয়েছে বলে প্রবাসীর ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।
ওই প্রবাসীর মা হাফেজা খাতুন গত ৪ আগস্ট মুরাদনগরের চন্দনাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মানিক মিয়া, মানিক মিয়ার ছেলে মো: রাহিমের নামোল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জনকে বিবাদী করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।
অভিযোগ আমলে নিয়ে ৮নং আমলী আদালতের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দিতে বাঙ্গরা বাজার থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন।
ওই প্রবাসীর ভুক্তভোগী পরিবার জানায়, আদালতে মামলা করার পর বিবাদীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মানিক মিয়া বলেন, পারিবারিক দ্বন্দ্ব থাকায় আনিসুর রহমানের পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। আমি কোন চাঁদা দাবি করেনি।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ সফিউল আলম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম