কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় বেশী পরিমান জমি চাষ ও ফলনে সেরা ৬ কৃষককে সম্মননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সীমানারপাড় চাইল্ড কেয়ার স্কুল মাঠে ওই সম্মননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত কৃষকরা হলেন- তোফাজ্জল হোসেন, গোলাম হাক্কানী, খলিল মিয়া, আল-আমিন, আলমগীর হোসেন ও কাইয়ুম মিয়া।
এছাড়াও সম্মাননা অনুষ্ঠানে কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
ইউপি সদস্য আওয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক ইব্রাহিম খলিল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সমাজসেবক জাকির হোসেন, হারুনুর রশীদ, মোসলেম মিয়া।
সীমানারপাড় চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল শহিদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ, মুকবল হোসেন মাস্টার, সমাজ সেবক মফিজ উদ্দিন সরকার, মাহফুজুর রহমান, হবি মিয়া ও ইউনুস সরকার প্রমুখ।
Last Updated on June 27, 2025 9:01 pm by প্রতি সময়