মুরাদনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তর মুরাদনগর এর আয়োজনে এবং ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টারের (ভার্ক) সহযোগিতায় মুরাদনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তরের উপজেলা প্রকৌশলী মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনীরামপুর হাই স্কুলের সভাপতি সাংবাদিক ও শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভার্কের এরিয়া ম্যানেজার মো: রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভার্কের মনিটরিং অফিসার মফিদুল ইসলাম প্রামানিক। এর আগে এ উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।
Last Updated on March 22, 2023 7:08 pm by প্রতি সময়