কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ও ১৮ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের মুকলিশপুর এলাকায় তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নে এলাকায় তিন ফসলি জমিতে ড্রেজার ব্যবসায়িরা প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ক্ষতির সম্মুখীন হয়। তখন কৌশল ও প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় অনেক কৃষি জমি।
ড্রেজার ব্যবসায়িদের ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ না করতে পেরে স্থানীয় কৃষক ও কৃষি জমির মালিকরা মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার দপ্তরে কৃষি জমি থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি লিখিতভাবপ অভিযোগ করে।
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় দুইটি ড্রেজার মেশিন ও ১৮ হাজার ফুট পাইপ বিনষ্ট করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় কৃষি জমিতে একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on January 19, 2024 12:28 am by প্রতি সময়