জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মুরাদনগর সমিতি, ঢাকা। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর সমিতি, ঢাকা’র সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইন্জিনিয়ার এম কে আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবদুর রহমান।
অনুষ্ঠঅনে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্টসহ পুরস্কার তুলে দেওয়া হয়।
সমিতির আহবায়ক সদস্য কাজী সফিকুল ইসলাম ও কাইয়ুম হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমী সুপার ভাইজার মোহাম্মৎ কুহিনোর বেগম, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, নূরুন্নহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার।
অনুষ্ঠানে মুরাদনগর সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকারী কমিটির সদস্য বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইন্জিনিয়ার মোঃ রেজাউল করিম, কৃষিবিধ জামাল উদ্দিন আহমেদ, মোসলেহ উদ্দিন, দুলাল ভূঁইয়া, এম আই জামাল, সদস্য মোঃ সফিউল্লাহ প্রমুখ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম