কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন যানবাহনের সাত চালক সহ এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ হর্ণ ব্যবহার করার জন্য দুই বাস চালককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২টি মামলায় ৪ হাজার টাকা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ৩ জন বাস ড্রাইভারকে ৩টি মামলায় ৭ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী এক ব্যবসায়ীকে ১হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ জন ট্রাক-ড্রাইভারকে ২টি মামলায় ২ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন ।
Last Updated on June 26, 2025 9:38 pm by প্রতি সময়