কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউছুফ আব্দুল্লাহ হারুন বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সরকারের উন্নয়ন কর্মকান্ড সর্বস্তরে প্রচারে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিতে দলের সকলকে ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচন ও যারা সহিংসতার রাজনীতি করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইদুল ইসলাম রমিজ, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, শ্রম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আব্দুর রউফ, আলমগীর কবির প্রমূখ।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারী কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এডভোকেট আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম সারোয়ার চিনুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম