কুমিল্লা মুরাদনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে মুরাদনগর উপজেলা সদরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কর্মী সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী মহিলা দল আরও সংগঠিত হবে এবং সামনের দিনগুলোতে দলের সকল কর্মকান্ডে অগ্রগণ্য ভূমিকা রাখবে।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের প্রচার সম্পাদক সালমা আক্তারের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ বাদশা। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি আইরিন সরকার, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী প্রমুখ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম