ফেসবুকে ছড়িয়ে পড়া কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি গুজব বলে দাবি করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি রেজাউল করিম (শাহিন)। যে দলীয় প্যাডে মাসুদ রানার বহিষ্কারাদেশ উল্লেখ করে ফেসবুকে প্রচার করা হয়েছে এটি ফেক বলেও তিনি দাবি করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
শুক্রবার রাতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি রেজাউল করিম শাহিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
ওই ঘটনাযর পরিপ্রেক্ষিতে রেজাউল করিম শাহিন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. মাসুদ রানার বিপক্ষে কে বা কারা উদ্দেশ্যে প্রনোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য কুমিল্লা উত্তর জেলার নাম সম্বলিত প্যাড ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি প্রচার করে আসছে। অথচ এই বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবদল কোনভাবেই অবগত নয়। এটি সম্পূর্ণ অপপ্রচার। এ ঘটনায় দলের পক্ষ হতে নিন্দা জানানো হচ্ছে।
Last Updated on April 5, 2025 1:49 pm by প্রতি সময়