পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ থেকে বিচ্যুতির কারণেই মূলত পৃথিবীতে অস্থিরতা ও অশান্তি বাড়ছে। নৈতিক ও যথাযথ ধর্মীয় শিক্ষা এবং অনুশীলনের অভাবে সমাজে খুন-খারাবি, ঘুষ-দুর্নীতি সহ নানা অপরাধ মাথাচাড়া দিয়ে উঠছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ও শিক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন এসব থেকে পরিত্রান ও সমাজকে আলোকিত করবে। তাই সমাজে সত্যিকারের নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক দ্বীনদার মানুষ গড়ে তুলতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তাৎপর্যকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে, তেমনি যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে নবী-অলিদের প্রতি বিদ্বেষী করে তোলে, ঈদে মিলাদুন্নবী (সা.), শবেবরাত, শবেমেরাজ ইত্যাদির বিরোধিতা করে তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য জশনে জুলুস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিন, অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান আল মাইজভান্ডারী, জুলুস সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইউনুস গাফফারী বখশী প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম