কুমিল্লায় মেঘনা নদীতে চলাচলরত বিভিন্ন ধরনের নৌযান থেকে চাঁদা আদায়কারি চক্রের তিন সদস্যকে আটক করেছে মেঘনা থানা পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নানের দিক-নির্দেশনায় এবং হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানার নেতৃত্বে মেঘনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন, এসআই হাক্কানী বিল্লাহ সহ সঙ্গীয় ফোর্স মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে তিন চাঁদাবাজকে আটক করে।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রাধানগর গ্রামের মৃত বাদশা মিয়া ছেলে মহিউদ্দিন, মোহাম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন ও মৃত আবুল কাশেমের ছেলে ওমর ফারুক।
পুলিশ জানায়, আটকরা ও তাদের আরো সহযোগিরা মেঘনা নদীতে চলাচলকারী মাছ ধরার নৌকা, মালামাল পরিবহনের ট্রলার, স্টিমার এবং ইট-বালু বহনকারী নৌযান হতে বিভিন্ন পয়েন্টে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি জানার পর পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার দিবাগত রাতে একটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে মেঘনা থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on January 24, 2024 7:23 pm by প্রতি সময়