ঈদের ছুটি শেষে কর্মস্থলে বা নিজে গন্তব্যে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনের টিকেট কাউন্টার কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জবাজার বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনার সময় যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়ার পাশাপাশি অবৈধ পার্কিং অপসারণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, বিআরটিএ কর্তৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায় রয়েল কাউন্টারকে ৫ হাজার টাকা এবং প্রান্তিক কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসন, বিআরটিএ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে এবং যাত্রীরা যেন অতিরিক্ত ভাড়া না দেয় সে ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on April 5, 2025 1:24 pm by প্রতি সময়