মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মহাসড়কে ডাকাতি : মালয়েশিয়া প্রবাসী ফেনীর দাগনভূঞার বেলালের ৬ লাখ টাকার মালামাল লুট আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস মাহে রমজান ডা. তৃপ্তীশ ঘোষ ও মল্লিকা বিশ্বাসের তিন ভাষায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে আইনজীবীর লিগ্যাল নোটিশ ইনশাআল্লাহ বাংলাদেশ এই অঞ্চলের অনেক বেশি শক্তিশালী রাস্ট্র হবে : ইনকিলাব সম্পাদক

যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ দেখা হয়েছে

দেশজুড়ে আলোচিত কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাসিন্দা ও পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিহত তৌহিদের স্ত্রী ইয়াসমিন নাহার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম। তিনি বলেন, নিহতের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মামলা এফআইআর করা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত হিসেবে ২০/২৫জন ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা কেউই এলাকায় নেই। তাদের প্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

মামলার আসামিরা হচ্ছেন- কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের রামচন্দ্রপুর (পান্ডানগর) গ্রামের সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের প্রতিবেশী তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও পাঁচথুবী ইউনিয়নের বামইল গ্রামের সোহেল।

মামলায় নিহত তৌহিদের স্ত্রী অভিযোগ করেন, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ২০/২৫ জন সিভিল পোশাকধারী এবং সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত লোক বাড়িতে গিয়ে তার স্বামী তৌহিদকে আটক করে তাদের বসতঘর তল্লাশী করে। পরে তার স্বামীকে নিয়ে যায়।

মামলায় প্রতিবেশি লুৎফুর রহমান নামে একজনকে আটকের কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরদিন শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে একই ব্যক্তিরা আবারো আহত তৌহিদ ও লুৎফুরকে নিয়ে বাড়িতে এসে ঘরে তল্লাশি করে। এ সময় আটক লুৎফুর রহমানকে ছেড়ে দিলেও তৌহিদকে নিয়ে তারা চলে যান। পরে সংকটাপন্ন অবস্থায় তৌহিদকে গোমতী বাঁধের ঝাঁকুনি পাড়ায় ফেলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দুপুর পৌনে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার এজহারে ইয়াসমিন নাহার তার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে মারধর করে হত্যার অভিযোগ আনেন।

Last Updated on February 5, 2025 7:24 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102