দেশজুড়ে আলোচিত কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাসিন্দা ও পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিহত তৌহিদের স্ত্রী ইয়াসমিন নাহার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম। তিনি বলেন, নিহতের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মামলা এফআইআর করা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত হিসেবে ২০/২৫জন ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা কেউই এলাকায় নেই। তাদের প্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
মামলার আসামিরা হচ্ছেন- কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের রামচন্দ্রপুর (পান্ডানগর) গ্রামের সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের প্রতিবেশী তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও পাঁচথুবী ইউনিয়নের বামইল গ্রামের সোহেল।
মামলায় নিহত তৌহিদের স্ত্রী অভিযোগ করেন, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ২০/২৫ জন সিভিল পোশাকধারী এবং সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত লোক বাড়িতে গিয়ে তার স্বামী তৌহিদকে আটক করে তাদের বসতঘর তল্লাশী করে। পরে তার স্বামীকে নিয়ে যায়।
মামলায় প্রতিবেশি লুৎফুর রহমান নামে একজনকে আটকের কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরদিন শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে একই ব্যক্তিরা আবারো আহত তৌহিদ ও লুৎফুরকে নিয়ে বাড়িতে এসে ঘরে তল্লাশি করে। এ সময় আটক লুৎফুর রহমানকে ছেড়ে দিলেও তৌহিদকে নিয়ে তারা চলে যান। পরে সংকটাপন্ন অবস্থায় তৌহিদকে গোমতী বাঁধের ঝাঁকুনি পাড়ায় ফেলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দুপুর পৌনে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার এজহারে ইয়াসমিন নাহার তার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে মারধর করে হত্যার অভিযোগ আনেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম