কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যা মামলার এজহারভুক্ত ৫ নম্বর আসামি সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতার সাইদুল কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাসিন্দা।
সোমবার ভোরে কুমিল্লার ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের প্রায় এক মাস উনিশ দিন পর ছয় আসামির একজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর থেকে সাইদুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ মামলার অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সাইদুলকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১২টায় কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামের সদ্য প্রয়াত স্কুল শিক্ষক মোখলেসুর রহমানের পুত্র পাঁচথুবি ইউনিয়ন যুবদল আহবায়ক তৌহিদুল ইসলাম যৌথ বাহিনীর হাতে আটকের পর নির্যাতনে নিহত হওয়ার অভিযোগে তার স্ত্রী ইয়াসমিন নাহার ৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয় জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ৩৯ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর মত পোশাক পরিহিত কিছু ব্যক্তির সঙ্গে সাদা পোশাক পরিহিত বেশ কিছু লোক তৌহিদকে তার ঘর থেকে তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে তার মৃত্যু হয়। তৌহিদকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
Last Updated on March 24, 2025 9:41 pm by প্রতি সময়