দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথীকে গ্রেফতার করছে পুলিশ।
শনিবার (৮মার্চ) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ছোটআলমপুর মাস্টার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।তানিয়া আক্তার বিথি ওই বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। গ্রেফতার তানিয়া দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সক্রিয় কর্মী ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, গ্রেফতারের পর শনিবার দুপুরে তানিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ আগস্ট আন্দোলনে আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ই আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সাথে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
Last Updated on March 8, 2025 10:20 pm by প্রতি সময়