কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম কামরুল হাসান। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সবুজ পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
সোমবার ( ১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার সাজঘর এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল (চাইনিজ), ১টি ম্যাগাজিন ও ১টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়।
আটক যুবককে উদ্ধারকৃত অস্ত্রসহ ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, অস্ত্রধারী যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on October 14, 2024 9:40 pm by প্রতি সময়