কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি ও আশির দশকের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)।
তিনি নগরীর মোগলটুলী এলাকার প্রয়াত ফজলুল করিম শিকদারের ছেলে। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহকর্মীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে তার নামাজে জানাজা শেষে নগরীর বিষ্ণপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন সফিকুল ইসলাম শিকদারের ছোট ভাই মহানগর আওয়ামী লীগ নেতা মো. কবিরুল ইসলাম শিকদার।
এদিকে তার মৃত্যুর খবরে নগরীতে শোকের ছায়া নেমে আসে। মরহুম সফিকুল ইসলাম শিকদার কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাবেক আহবায়ক ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লার সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Last Updated on June 25, 2024 10:22 pm by প্রতি সময়