মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ সাহাবুদ্দিনের দীক্ষা অনুষ্ঠান ১৬ জুলাই (রবিবার) বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ সাহাবুদ্দিনকে স্কাউট প্রতিজ্ঞা পাঠ করান বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও সরকারের সাবেক মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ সাহাবুদ্দিনকে জাতীয় স্কাফ পরিয়ে দেন।
এসময় বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সংগঠন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন , বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার গার্ল ইন স্কাউটিং অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ফাউন্ডেশ সাফিনা রহমান, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব ) উনু চিং, বাংলাদেশ স্কাউটসের পরিচালক প্রশাসন মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
দীক্ষা অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্কাউটসের পরিচালক প্রশাসন মো. রুহুল আমিন জানান, দীক্ষা হচ্ছে স্কাউটিং এর প্রবেশ দ্বার। এই দীক্ষা অনুষ্ঠানে স্কাউট প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে বিশ্ব স্কাউট সংস্থার সদস্য হওয়া যায়। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে স্কাউট প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে বাংলাদেশের চীফ স্কাউটের দায়িত্ব গ্রহণ করলেন।
Last Updated on July 19, 2023 10:01 pm by প্রতি সময়