লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ সহ ৫জন এলডিপি নেতার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল। আবেদনের প্রেক্ষিতে মামলাটি প্রত্যাহার করা হয়। ড. রেদোয়ান এর পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট আতিকুর রহমান সুজন।
উল্লেখ্য, ২০২২ সালে এলডিপি’র একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠনে বাঁধা দেয় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সমর্থিত স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এমনকি তারা ড. রেদোয়ান এর প্রতিষ্ঠিত চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ক্যাম্পাস-২, মমতাজ আহমেদ ভবনে প্রবেশ পথ আটকে বিক্ষোভ করেছিলেন তারা। পরে ড. রেদোয়ান আহমেদ ওই অনুষ্ঠান স্থলে ঢুকতে চাইলে বাঁধা দেয় নোতাকর্মীরা। এক পর্যায়ে তার গাড়ী ঘুরিয়ে ফেরত আসার সময় পেছন থেকে ধাওয়া করা হয়। এসময় আত্মরক্ষার্থে গুলি চালিয়ে ছিলেন ড. রেদোয়ান। ওই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল বাদি হয় মামলাটি দায়ের করেছিলেন।
মামলার আসামী ও চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
Last Updated on August 8, 2024 9:06 pm by প্রতি সময়