রহমত, বরকত, ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। সোমবার রাতে প্রথম তারাবি নামাজের মধ্যদিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রোজার প্রথম তারাবির নামাজকে কেন্দ্র করে কুমিল্লার নগর, গ্রাম-গঞ্জের মসজিদে মুসল্লিদের ঢল নামে।
প্রথম তারাবি নামাজে অংশ নিতে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় জামে মসজিদ, বজ্রপুর রোডে দারোগাবাড়ি জামে মসজিদ, মোগলটুলিতে ঐতিহাসিক শাহ সুজা মসজিদ, নতুন চৌধুরী পাড়া তারা জামে মসজিদ, মনোহরপুর জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, বাগিচাগাঁও বড় মসজিদ, রাণীর বাজার জামে মসজিদ, কাসেমুল উলুম মাদরাসা মসজিদ, দ্বিতীয় মুরাদপুরে জানুমিয়া জামে মসজিদ, চকবাজার আমীর মাহমুদ জামে মসজিদ, গর্জনখোলা মদিনাতুল জামে মসজিদ, কালিয়াজুরি জামে মসজিদসহ বিভিন্ন পাড়া-মহল্লার সব মসজিদেই মুসল্লিদের তিল ধারণের জায়গা ছিল না।
অনেক মসজিদের বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। কোনো কোনো মসজিদের আঙিনা ছাপিয়ে রাস্তায় জায়নামাজ বিছিয়ে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন। খতম তারাবিহ ছাড়াও সুরা তারাবিহ অনুষ্ঠিত হয় মসজিদগুলোতে।
নগরীর বজ্রপুর রোডে অলিয়ে কামেল শাহ আবদুল্লাহ গাজীপুরী রহ. মাজার (দারোগা বাড়ি) লাগোয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইয়াসিন নুরী এশার জামাতের আগে তারাবি নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বয়ানে বলেন, রমজান মাসে ২০ রাকাত করে তারাবি নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরিফ একবার খতম করা সুন্নতে মোয়াক্কাদা। রাসুলুল্লাহ (সা.) নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে পড়ার জন্য আদেশ দিয়েছেন
Last Updated on March 11, 2024 9:45 pm by প্রতি সময়