বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে আর্তমানবতার সেবায় রোটারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রোটারি ডি-৬৫, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেছেন, রোটারি ক্লাব তথা রোটারিয়ানরা মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বব্যাপী রোটারিয়ানরা জীবন বিপন্ন করে যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশেও রোটারি ক্লাবগুলো রোটারি নতুন বর্ষ এলে বার্ষিক কর্মসূচি গ্রহণ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য সার্বজনীন স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র শিল্প উন্নয়ন, বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন এবং পরিবেশ উন্নয়ন সংক্রান্ত নানা মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোটারিয়ানরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবী গঠনে সহায়ক ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
মঙ্গলবার (১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে রোটারি নতুন বর্ষকে (২০২৫-২৬) স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি শুরুর আগে এসব কথা বলেন রোটারি অঙ্গনে সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্ত রোটারিয়ান প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন,রোটারি ক্লাব অব কুমিল্লা সাইনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এবারের রোটারি বর্ষবরণ আয়োজনের আহবায়ক মো. জুনায়েদ আলম। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৬৫ বাংলাদেশের রিপসা টিম জোন-২ কুমিল্লা এরিয়া এই আয়োজন করে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কুমিল্লার রোটারি ক্লাবগুলোর সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ হতে বের হয়ে কান্দিরপাড়, পূবালী চত্বর সড়ক প্রদক্ষিন করে টাউন হল মাঠে এসে শেষ হয়।
পরে রোটারি ক্লাব অব কুমিল্লা রেনেসাঁ ও রোটারি ক্লাব অব গোমতির পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং রিকশাচালকদের পানিরোধক পোষাক (রেইনকোট) প্রদান করা হয়।
এ বছর 'কল্যাণের পথে মিলি একসাথে' (unite for good) এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন রোটারিবর্ষ (২০২৫-২০২৬) শুরু হয়েছে। নতুন রোটারিবর্ষ উপলক্ষে কুমিল্লার রোটারি ক্লাবগুলো মানবকল্যাণসহ বিভিন্ন ধরনের সেবামূলক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে।এর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্যানিটেশন, পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও রোটারি ক্লাবগুলো কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম