কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সাত সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক ও কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে বুধবার (৩ জুলাই) রাতে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- লক্ষীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ গ্রামের আবদুল মালেকের পুত্র তাজুল ইসলাম সুমন (১৯), কুমিল্লা সদর উপজেলার রংপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র মোঃ মাসুদ (১৭), নাঙ্গলকোট উপজেলার মোগড়া গ্রামের হারুনুর রশিদের পুত্র মোঃ রিমন (১৭), কুমিল্লা সদর উপজেলার পশ্চিম বাগিচাগাঁও এলাকার জামাল হোসেনের পুত্র ফাহিম হোসেন সিফাত, দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের পুত্র তয়বুর রহমান তুহিন (১৭), রসুলপুর গ্রামের আবদুল হানিফের পুত্র আবদুল কাদের জিলানী (১৬) এবং সদর উপজেলার বাগিচাগাঁও গ্রামের গৌতম দাসের পুত্র অর্পণ দাস।
এসময় তাদের কাছ থেকে ৪টি কুড়াল, একটি চাপাতি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কিশোর গ্যাংয়ের সদস্য বলে স্বীকার করেছে। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়-ভীতির মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহনে ছিনতাই চাঁদা আদায়সহ এলাকায় ত্রাস সৃষ্টি করত।
Last Updated on July 4, 2024 6:35 pm by প্রতি সময়