কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অস্ত্রসহ শাকিল নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক টিম।
মঙ্গলবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয় সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ শাকিল আহমেদ নামে এক সন্ত্রাসীকে দেশীয় তৈরি একটি এলজি সহ গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার মোঃ শাকিল আহমেদ (২২) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতার যুবক শাকিল জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।
এ বিষয়ে গ্রেফতার অস্ত্রধারীর বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Last Updated on July 16, 2024 6:16 pm by প্রতি সময়