কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ কামরুল হাসান শাহীন। নির্বাচনে তিনি পেয়েছেন ২৩হাজার ৬৪ ভোট।
তার নিকটতম প্রার্থী আবদুল মমিন মজুমদার পেয়েছেন ৮ হাজার ৮২১ ভোট। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ১৯ হাজার ৪ শ’ ৭৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মাহমুদা আক্তার ২২ হাজার ১৬৪ ভোট পেয়ে জয় লাভ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Last Updated on March 16, 2023 11:47 pm by প্রতি সময়