বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ

শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

সা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৮ দেখা হয়েছে

ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ বলেছেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে একটি চক্র ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। ভিটামিন এ ক্যাপসুল নিয়ে কোন ধরনের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। আর আমরা বিশ্বাস করি সকল গুজব ও অপপ্রচার প্রতিরোধে এবং ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা থাকবে।


বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল দশটায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 

ওরিয়েন্টশন কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার জানান, শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলা ও একটি সিটি করপোরেশন, একটি পৌরসভায় মোট ৫ হাজার ৩৯টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯ লাখ ৬২ হাজার ৯৪২জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

 

ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফাতিমা আক্তারের সঞ্চালনায় ভিটামিন এ ক্যাপসুলের প্রয়োজনীয়তা ও বিভিন্ন গুনাগুন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার ফারিয়া জাফরিন আনসারী।

 


এদিকে একই দিন বেলা ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ওপর প্রেসব্রিফিং করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম। তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। যা শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে। এই ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্থ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি গুজব প্রতিরোধে সোচ্চার থাকার এবং সিটি কর্পোরেশন এলাকায় যেন কোনো শিশু বাদ না পড়ে সে বিষয়ে যত্নবান হতে সবাইকে আহ্বান জানান।

 

প্রেস ব্রিফিংয়ে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইয়া জানান, কুমিল্লা সিটি এলাকার ২৭টি ওয়ার্ডের ১১৪টি কেন্দ্রে ৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ, মেডিকেল টেকনোলজিষ্ট জহিরুল ইসলামসহ কুসিকের স্বাস্থ্য বিভাগের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Last Updated on March 13, 2025 7:09 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!