ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ বলেছেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে একটি চক্র ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। ভিটামিন এ ক্যাপসুল নিয়ে কোন ধরনের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। আর আমরা বিশ্বাস করি সকল গুজব ও অপপ্রচার প্রতিরোধে এবং ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা থাকবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল দশটায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ওরিয়েন্টশন কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার জানান, শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলা ও একটি সিটি করপোরেশন, একটি পৌরসভায় মোট ৫ হাজার ৩৯টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯ লাখ ৬২ হাজার ৯৪২জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফাতিমা আক্তারের সঞ্চালনায় ভিটামিন এ ক্যাপসুলের প্রয়োজনীয়তা ও বিভিন্ন গুনাগুন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার ফারিয়া জাফরিন আনসারী।
এদিকে একই দিন বেলা ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ওপর প্রেসব্রিফিং করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম। তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। যা শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে। এই ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্থ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি গুজব প্রতিরোধে সোচ্চার থাকার এবং সিটি কর্পোরেশন এলাকায় যেন কোনো শিশু বাদ না পড়ে সে বিষয়ে যত্নবান হতে সবাইকে আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইয়া জানান, কুমিল্লা সিটি এলাকার ২৭টি ওয়ার্ডের ১১৪টি কেন্দ্রে ৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ, মেডিকেল টেকনোলজিষ্ট জহিরুল ইসলামসহ কুসিকের স্বাস্থ্য বিভাগের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Last Updated on March 13, 2025 7:09 pm by প্রতি সময়