-কুরআনে হাফেজ হওয়ায় সম্মাননা" />
কুমিল্লার ঐতিহাসিক শাহ সুজা মসজিদের ধর্মীয় প্রতিষ্ঠান শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাঁচ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে।
পবিত্র কুরআনে হাফেজ হওয়ায় তাদেরকে শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকায় শাহসুজা মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে হাফেজদের পাগড়ি পরানো হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক হিফজুল কুরআন সম্পন্নকারী ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করেন।
পাগড়িপ্রাপ্ত হাফেজরা হলেন মো. আরিফুর রহমান, মো. আবু সাঈদ, মো. সিয়াম হোসেন ও মো. মাহমুদুল হাসান।
শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আবদুল আজিজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহসুজা মসজিদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন শাহসুজা মসজিদের পেশ ইমাম মুফতি খিজির আহমেদ কাসেমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ সুজা মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসির আহমেদ নাঈম, মাদ্রাসার তত্বাবধায়ক হাফেজ আবুল হাসেম।
বক্তব্য রাখেন শাকিল আহমেদ রানা, ইয়াহিয়া মজুমদার , মাস্টার দেলোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার আবুল কাশেম।
অনুষ্ঠানে পাগড়িপ্রাপ্ত হাফেজদের সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। এছাড়াও মাদ্রাসার সকল ছাত্রের মাঝে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Last Updated on April 5, 2024 7:19 pm by প্রতি সময়