মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক রমিজ খানের দাফন সম্পন্ন -কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা মল্লিকা বিশ্বাসের কবিতা ‘দীপ্ত বৈশাখ’ মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারে জমে ওঠেছে বৈশাখী মাছের মেলা পহেলা বৈশাখের রাতে চান্দিনার মধ্যবাজারে অগ্নিকান্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই কুমিল্লা নগরীতে বৈশাখি মাছের মেলায় ঐতিহ্যের ছোঁয়া  বর্ষবরণ উৎসব আমাদের জাতিসত্ত্বার বিকাশ ঘটায় : এমপি বাহার -পহেলা বৈশাখে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কুমিল্লার সর্বস্তরের মানুষ বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখতে পারেন : কুমিল্লায় স্থানীয় সরকারমন্ত্রী মুরাদনগরে ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ উৎসবমুখর পরিবেশে বরুড়ার পয়ালগাছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের গৌরবের ৮০ বছর পূর্তি উদযাপন বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল ঈদের জামাতে ঈদগাহ ছাপিয়ে সড়কে মুসল্লিদের ঢল সাম্য-সম্প্রীতির বার্তা নিয়ে এলো খুশির ঈদ ব্রা‏হ্মনপাড়ায় মাওলানা আ. বাতেন ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নগদ অর্থ পেল হতদরিদ্ররা চান্দিনায় সড়ক দুর্ঘটনায় স্বামীর পর চিকিৎসাধীন স্ত্রী ও ছেলের মৃত্যু ঈদের অনাবিল আনন্দে মেতে উঠতে প্রস্তুত কুমিল্লাবাসী শেষ হয়েও হচ্ছেনা ঈদের কেনাকাটা মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন তাহসিন বাহার সূচনা রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ কুমিল্লার চান্দিনায় ঈদের কেনাকাটা শেষে সড়কে প্রাণ গেল দুবাই প্রবাসীর ।। স্ত্রী-সন্তান লাইফ সাপোর্টে

সন্তানের নিয়মিত অধ্যয়নে অভিভাবকের ভূমিকা

শিক্ষা-শিল্প-সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৯৯ দেখা হয়েছে

যেকোনো বিষয়ে সফলতা লাভের পূর্বশর্ত হচ্ছে নিয়মিত অধ্যয়ন ও অনুশীলন করা। এতে কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে আস্তে আস্তে তা দূর হয়ে পরিপক্কতা আসে। তাই নিয়মিত অধ্যয়ন চর্চার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা সন্তানের সামনে এগিয়ে চলাকে তরান্বিত করবে।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ :
আপনার সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন।সঙ্গত কোন কারণ ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা যাবে না। নিয়মিত ক্লাসের পড়া খাতায় লিখে আনে কিনা অভিভাবকরা বাড়িতে সেটি যাচাই করবেন। আবার ক্লাসের পড়া লিখে আনলেই হবে না, সেগুলো নিয়মিত শেষ করছে কিনা তা নিশ্চিতে অভিভাবককে বেশ খেয়াল রাখবেন। কেননা পড়া শেষ না করলে খাতায় লিখে আনার কোনো গুরুত্বই থাকবে না। কোনো ছাত্র/ছাত্রী কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সেই সমস্যা যাতে কেটে উঠতে পারে এ ব্যাপারে অভিভাবকরা ভূমিকা রাখবেন। প্রয়োজনে আপনার সন্তানের শ্রেণী শিক্ষকের সঙ্গে সমস্যার বিষয়টি শেয়ার করে পরামর্শ বা সহযোগিতা নিবেন। সর্বোপরি অভিভাবকগণ মনে রাখবেন বিনা কারণে আপনার সন্তান স্কুল ফাঁকি দিলে বা ঘনঘন অনুপস্থিত থাকলে ক্লাসের পড়া অধ্যয়নে সে পিছিয়ে পড়বে এবং পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জন করতে পারবে না। তাই আপনার সন্তানের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি আপনাকেই নিশ্চিত করতে হবে।

আরেকটি বিষয়, আমরা শিক্ষকরা মনেপ্রাণে বিশ্বাস করি- অভিভাবক বিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। অভিভাবকের সচেতনতায় বাসায় শিক্ষার্থীর জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে থাকে। তাই প্রত্যেক অভিভাবককে তাঁর বাসার পরিবেশ সম্পর্কে সচেতন হবেন। বিদ্যালয়ের পাঠদান বাসায় নিয়মানুসারে অধ্যবসায় করার ব্যাপারে অভিভাবকরা সারা বছরই দায়িত্বশীল হবেন।

বাড়িতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা করা :
বাসায় সন্তানদের জন্য প্রতি সাত দিন অন্তর অন্তর  সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা করবেন। এতে কারো কোনো সমস্যা থাকলে আস্তে আস্তে তা কেটে যাবে। অনেক ছাত্র/ছাত্রী পরীক্ষায় সময় মতো লেখা শেষ করতে পারে না। বাসায় নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা দিলে পরীক্ষার হলে সময় মতো লেখা শেষ করা কোনো সমস্যা হবে না।

সন্তানের অধ্যয়ন-অভিভাবকদের পর্যবেক্ষণ  :
নিয়মিত অধ্যয়ন-ভবিষ্যৎ জীবনের ভিত তৈরির পূর্বশর্ত। সন্তান নিয়মিত লেখাপড়া করছে কিনা সেটা অভিভাবকরা নজরে রাখবেন।পড়ালেখার মাঝপথে যাতে ছন্দ পতন না ঘটে সেই দিকে অভিভাবকরা বিশেষ খেয়াল রাখবেন। সন্তানের অধ্যয়নের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষনে রাখবেন অভিভাবকরা। এতে করে আপনার সন্তান আপনার মাঝেই শিক্ষকের ছায়া খুঁজে পাবে।

পারিবারিক শিক্ষাদানে অভিভাবকের ভূমিকা :
আপনার শিশুসন্তানকে ধর্মীয়, নৈতিকতা, শিষ্টাচার শেখাবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে যাতে আপনার সন্তানের আচার–আচরণ সুন্দর হয় এবং সমাজে সবার ভালোবাসা ও সহানুভূতি লাভ করে। একজন অভিভাবক হিসেবে সন্তানের প্রতি আপনার এই শিক্ষা তাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে।

লেখক :
মোঃ ফারুকুল ইসলাম
সিনিয়র শিক্ষক
নজরুল মেমোরিয়াল একাডেমী,কুমিল্লা

Last Updated on March 13, 2023 7:16 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102