কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেছেন, রমজানের শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা, জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যানমুলক কাজ করা। সামনে রমজান আসছে। এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় মানবিকতার কাজ হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী অধিকতর সওয়াব অর্জনের এ সময়ে আসন্ন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই।
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি এসব কথা বলেন।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এক হাজার পরিবারের মাঝে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ব্যক্তিগত অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেঁয়াজ, ১কেজি খেজুর, ১কেজি মুড়ি, ১ কেজি ডাল সহ ১০ কেজির একটি করে প্যাকেট এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরণের আগে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী নায়েব আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
আহসান হাবীব শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, মমিনুল হক মুন্সী, কৃষকলীগ নেতা মোঃ হাসান ইউপি সদস্য মোঃ বাদশা প্রমুখ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম