দুর্নীতির বিরুদ্ধে যখনই সাংবাদিক কলম ধরত, তখনই সাংবাদিকের ওপর হামলা হতো। বিগত সময়ে সাংবাদিকের ওপর হামলাকারি, নির্যাতনকারিদের শাস্তির মুখোমুখি হতে হয়নি বলেই তারা দিন দিন মাথাচাড়া দিয়ে ওঠেছে। বিগত দিনে নানা প্রতিবন্ধকতা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের ঐক্য হতে দেয়নি, বা ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতিত সাত সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিক নেতারাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, সত্য প্রকাশের জন্য বাধা পেয়েও আপসহীন ভূমিকা পালন করতে গিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সময় অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, অনেকে মারাও গেছেন। আধুনিক, সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতা একটি মাধ্যম, অথচ গত ১৬/১৭ বছর সংবাদপত্র ও সাংবাদিকের কণ্ঠরোধের চেষ্টা কম করা হয়নি। কয়েকটি মিডিয়া তো বন্ধই করে দেয়া হয়েছে। রাজনৈতিক নেতা, কর্মী এমনকি তাদের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর কারো বিষয়ে অনিয়মের সংবাদ প্রকাশ হলেই ওই মিডিয়া ও প্রতিনিধির ওপর হামলা, মামলার খড়গ নেমে আসতো। আজকের বাংলাদেশ প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ও ঐক্যবদ্ধ থাকার সময় এসেছে, সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সাংবাদিকদের যার যার প্ল্যাটফরম থেকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ কলমের শক্তিই সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে হাতিয়ার হয়ে গর্জে ওঠবে।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উপদেষ্টা ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন কনক।
অনুষ্ঠানে বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার ও নির্যাতিত সাত সাংবাদিক একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফারুক, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক মানবকণ্ঠের তরিকুল ইসলাম তরুন, দৈনিক পূর্বাশার মো. মনির হোসেন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও একাত্তর টিভির কুমিল্লা ক্যামেরাপার্সন সাইফুর রহমান সোহাগকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনে। শুভেচ্ছা বক্তব্য দেন গ্লোবাল টিভির সাইফউদ্দিন রনি, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. সহিদ উল্লাহ, দেশ টিভির সুমন কবীর ভূইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম