কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর নিবাসী হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম রহ: এর একমাত্র বোন ও মোঃ আব্দুল খালেকের স্ত্রী এবং জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা কমিটির সভাপতি, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিসে শূরাসদস্য সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের মাা জহুরা খাতুনের (৬৬) জানাজা শেষে তাকে ফকির আব্দুস সালাম রহ: মাজার শরীফ সংলগ্ন দাফন করা হয়।
সোমবার দুপুর ২টায় জানাজায় আনন্দপুর পশ্চিম পাড়া সালাম শাহ রহ: মাজার ও মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার বড় পুত্র সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির জানাজায় ইমামতি করেন।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের মাতা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্বামী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ফকির বাজার ইসলামীয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদেরী, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, কুমিল্লা ইসলামীয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোসাইন, শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম হযরত মোঃ আতাউর রহমান, বুড়িচং দরবার শরীফের পীর হযরত মাওলানা মোঃ আব্দুল জব্বার, মোঃ লিটন রেজা মেম্বার, মাওলানা মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া।
মাওলানা কাজী মোঃ আল ইমরান ও আনন্দপুর সালাম শাহ রহ: জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ রেজার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং মইনিয়া নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম মাষ্টার, মাওলানা মোঃ মাহবুব রেজা আল কাদেরী, মুফতি মাওলানা মোঃ রেজাউল করিম নিজামী, মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম, মাওলানা মোঃ নূরুল ইসলাম সুমন, মাজহারুল আনোয়ার, শাহিদুল হক মামুন, সাবেক ছাত্রনেতা মোঃ জাবের হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা কমিটির সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী মাহমুদ হৃদয় প্রমুখ।
সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবিরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম (আ: হক), সাবেক চেয়ারম্যান মোঃ জামসেদুল আলম, সমাজ সেবক মোঃ জয়নাল হোসেন শামীম, আবু জাহের মেম্বারসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং ছাত্রসেনার নেতৃবৃন্দ।
Last Updated on March 20, 2023 11:31 pm by প্রতি সময়