কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো.আবুল হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিববারে পক্ষ থেকে নিজ এলাকা দক্ষিণ চর্থায় মসজিদ, মাদরাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া তিনটি এতিমখানাতে ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। সমাজসেবামূলক সংস্থা মুভ ফর চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, মো.আবুল হোসেন ২০১৩ সালের ৩০ নভেম্বর ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। নগরীর দক্ষিন চর্থার স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থানসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি অবদান রাখতেন। জীবদ্দশায় অবসর সময় তিনি নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন।
Last Updated on November 30, 2024 9:23 pm by প্রতি সময়