বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তাই আমাদেরকেও মাদরাসা শিক্ষার প্রতি আন্তরিক হতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি সবাইকে মাদরাসা শিক্ষার প্রতি নজর রাখতে হবে৷ আজকের দিনে সাধারণ শিক্ষা এবং মাদরাসা শিক্ষাকে ভাগ করার কোন সুযোগ নাই৷ তাই আসুন আমাদের সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার প্রতি গুরুত্ব দেই৷
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৫- (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট আবুল হাসেম খান এসব কথা বলেন৷
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহাম্মদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুমিনুল হক৷
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাহেবাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান৷
Last Updated on March 21, 2023 11:17 pm by প্রতি সময়