কুমিল্লা থেকে প্রকাশিত উপ-মহাদেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা। কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার সহ প্রায় এক ডজন নেতা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে দুইজন বিএনপি নেতা সহযোগিতা করেছেন মর্মে তাদের নামের আদ্যাক্ষর দিয়ে সংবাদটি প্রকাশ করায় স্থানীয় এক বিএনপি নেতা রবিবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতে ওই মামলা দায়ের করেন।
মামলার বাদী ফজলুল করিম কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি কুমিল্লা মহানগর বিএনপির ৯নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।
মামলায় আসামিরা হলেন, সাপ্তাহিক আমোদের সম্পাদক বাকীন এম এ রাব্বী (বাকীন রাব্বী), ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা, প্রতিবেদক তৈয়বুর রহমান সোহেল।
মামলার স্বাক্ষীরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, আজমীর হোসেন শরীফ, সোহাগ হোসেন ও বিএনপি নেতা জহিরুল হক।
বাদী মামলায় উল্লেখ করেন, ওই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং কোন তথ্যসূত্র নেই। ওই সংবাদকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন ও মানহানীকর হয়েছে এবং বাদী একজন সক্রিয় নেতা হিসেবে সংক্ষুব্ধ হয়েছেন। যার ফলে বাদী ৫০০/৫০১/৫০২ ধারার বিধান মতে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আর্জি জানান।
মামলার বাদী পক্ষের আইনজীবী মো: মাসুদ হাসান জানান, মামলাটি আমলে নিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক আব্বাস উদ্দিন। তিনি মামলাটি পিবিআই কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সাপ্তাহিক আমোদ পত্রিকায় প্রকাশিত সংবাদটিতে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু সহ এক ডজন নেতা ভারতে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে সাপ্তাহিক আমোদ। গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই পত্রিকার প্রথম পাতায় লেখা হয় ’বিএনপি নেতাদের সহায়তায় পালালেন ওরা’। সংবাদটিতে আরো লেখা হয় কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে জড়িত শীর্ষস্থানীয় তিন নেতা। যাদের দুজনের নামের আদ্যক্ষর আ এবং ও। এ সংবাদ প্রকাশের পর পুরো কুমিল্লাতে বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হয়।
সাপ্তাহিক আমোদের ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা বলেন, প্রকাশিত সংবাদে আমরা কারো নাম উল্লেখ করিনি। আমাদের সোর্স থেকে পাওয়া তথ্যমতে নিউজে আমরা নামের কয়েকটি অক্ষর দিয়েছি মাত্র। এতে করেই মামলা দায়ের হয়েছে বলে শোনেছি। যেহেতু আদালতে মামলা দায়ের হয়েছে সুতরাং আমরা সেটি আইনীভাবেই মোকাবেলা করবো।
এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন।
Last Updated on September 15, 2024 10:03 pm by প্রতি সময়