বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, শেখ মুজিবের পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এমন প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।
তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের মুখে স্বাধীনতার ঘোষণা শুনে এদেশের মুক্তিকামী মানুষ ৭১ এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেন নি, তিনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন।
তিনি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের ওপর কেউ প্রভূত্ব দেখাবে, খবরদারিত্ব করবে, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সাথে কারও বৈরিতা নেই, আমাদের সাথে সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু আমাদের ওপর খবরদারিত্ব করবেন এটা মানবো না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
Last Updated on December 5, 2024 7:05 pm by প্রতি সময়