বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা সাংস্কৃতিক জোটের নববর্ষের অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ পরিবেশিত হবে ৪ মে নাঙ্গলকোট উপজেলায় নতুন এসিল্যান্ড দাউদকান্দিতে সরকারি ন্যায্য মূল্যের ফার্মেসি বন্ধ বাংলাদেশের চিকিৎসা সেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী বুড়িচংয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি! সাংবাদিক রমিজ খানের দাফন সম্পন্ন -কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা মল্লিকা বিশ্বাসের কবিতা ‘দীপ্ত বৈশাখ’ মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারে জমে ওঠেছে বৈশাখী মাছের মেলা পহেলা বৈশাখের রাতে চান্দিনার মধ্যবাজারে অগ্নিকান্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই কুমিল্লা নগরীতে বৈশাখি মাছের মেলায় ঐতিহ্যের ছোঁয়া  বর্ষবরণ উৎসব আমাদের জাতিসত্ত্বার বিকাশ ঘটায় : এমপি বাহার -পহেলা বৈশাখে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কুমিল্লার সর্বস্তরের মানুষ বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখতে পারেন : কুমিল্লায় স্থানীয় সরকারমন্ত্রী মুরাদনগরে ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ উৎসবমুখর পরিবেশে বরুড়ার পয়ালগাছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের গৌরবের ৮০ বছর পূর্তি উদযাপন বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল ঈদের জামাতে ঈদগাহ ছাপিয়ে সড়কে মুসল্লিদের ঢল সাম্য-সম্প্রীতির বার্তা নিয়ে এলো খুশির ঈদ ব্রা‏হ্মনপাড়ায় মাওলানা আ. বাতেন ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নগদ অর্থ পেল হতদরিদ্ররা চান্দিনায় সড়ক দুর্ঘটনায় স্বামীর পর চিকিৎসাধীন স্ত্রী ও ছেলের মৃত্যু

সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়হীনতা উচ্চ শিক্ষায় বড় বাধা : কুবি শিক্ষক সমিতির সম্মেলনে বক্তারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩১৬ দেখা হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর একটি হোটেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যােগে বাংলাদেশে উচ্চশিক্ষা : প্রত্যাশা ও অর্জন শীর্ষক সম্মেলনে বক্তারা।

সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়হীনতার কারণে বাংলাদেশে উচ্চ শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। একই ক্ষেত্রে নানামুখী চাপের কারণে বিশ্ববিদ্যালয়গুলো এগুতে পারছে না। এজন্য শিক্ষাক্ষেত্রে স্বতন্ত্র পরিবেশ দরকার বলে মনে করছেন শিক্ষকেরা।

 

গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যােগে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা : প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সম্মেলনে বক্তারা এমন তাগিদ ও সংকটের কথা তুলে ধরেন। কক্সবাজারের ইনানী এলাকার একটি হোটেলে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

কুবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে ওই সভায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন খলিফা মোহাম্মদ হেলাল, কলা অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এন এম রবিউল আউয়াল চৌধুরী, আইন অনুষদের ডিন মো. শামীমুল ইসলাম।

 

আরও বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক রশিদুল ইসলাম শেখ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মো হাবিবুর রহমান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস – উল ইসলাম।

 

কলা অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলা বলেন, উচ্চ শিক্ষাক্ষেত্রে এখনও আমরা স্বতন্ত্র পরিবেশ তৈরি করতে পারিনি। এটা সব বিশ্ববিদ্যালয়ে কম বেশি আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আছে।

 

সহ উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ভারতীয় উপমহাদেশে শিক্ষাবিস্তারে শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষকদের গবেষণা বাড়াতে হবে। সুন্দর পরিকল্পনা ও সমন্বয় করে ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জ্ঞানচর্চা বাড়াতে হবে।

 

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনেরা তাঁদের আগামী এক বছরের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

 

শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৩ তম। ভাল করতে হলে গবেষণা বাড়াতে হবে। মানসম্মত শিক্ষক নিয়োগ দিতে হবে। সব বিভাগের সঙ্গে সমন্বয় থাকতে হবে। বরাদ্দ বাড়াতে হবে।

তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থায়নে এই সম্মেলন করেন।

Last Updated on November 7, 2022 6:29 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102