কুমিল্লা শহরতলীর শুভপুরে সেনাবাহিনীর অভিযানে ৩০ লাখ টাকা, বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ রিয়াজ নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প এলাকার রাশেদ পালিয়ে যায়।
আটক রিয়াজ শহরতলীর পাঁচথুবি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শুভপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
সেনাবাহিনীর অভিযান সূত্রে জানা যায়, রোববার রাতে কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় গোমতি নদীর দক্ষিণ পাড়ে স্থানীয় লোকজনের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে মৃত আলী মিয়ার বাড়ির সামনের একটি দোকানে সেনাবাহিনীর আভিযানিক টিম তল্লাশি চালিয়ে চালের ড্রাম থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় রিয়াজ নামের ওই যুবককে আটক করে দোকানের পেছনে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। একপর্যায়ে তার ঘরের একটি খাটের নিচ থেকে নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়। আর ওই ঘরেই মিলে ৬টি দেশীয় তৈরি দা, চাপাতি।
পরে তাকে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
Last Updated on June 30, 2025 3:17 pm by প্রতি সময়