কুমিল্লার মেঘনা উপজেলার সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও রোভার সহচর দীক্ষা অনুষ্ঠান বুধবার (১১ ডিসেম্বর) কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইমরান হোছাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, হাজী আক্রাম উদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মাঈনুদ্দিন খন্দকার।
অনুষ্ঠানে বক্তরা বলেন, স্কাউটিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক যুগোপযোগী শিক্ষামূলক আন্দোলন। শিশু, কিশোর ও যুবদের জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা। স্কাউটরা নিয়মিত পড়ালেখার পাশাপাশি হাতে কলমে শিক্ষা ও বুদ্ধিভিত্তিক প্রশিক্ষনের মাধ্যমে সামাজিক গুনাবলীর বিকাশ সাধন করে একজন দায়িত্বশীল, আত্মমর্যাদাবান, সৎ চরিত্রবান, অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সুনাগরিক হিসাবে গড়ে উঠে।
সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক মোহাম্মদ মাছুম সরকার, প্রভাষক মোঃ আমজাদ হোসেন, প্রভাষক মোঃ নাজমুল হাসান নয়ন। সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজের রোভার স্কাউট লিডার মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ গার্লস ইন রোভার স্কাউট লিডার ফারহানা আবেদীন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রোভার নাজমুস সাকিব বিন মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রোভার সাজ্জাদ হোসেন, রোভার আমিত রবি দাসসহ রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ।
Last Updated on December 11, 2024 9:15 pm by প্রতি সময়