কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেছেন, স্কাউটিং একটি শিক্ষা সেবা প্রশিক্ষণমূলক আন্দোলন। ডে ক্যাম্প স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক কার্যক্রম, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি স্কাউটদের চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করে। স্কাউটরা ক্যাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়। স্কাউটিং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করে।
সম্প্রতি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহের উচ্চ বিদ্যালয়ে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে স্কাউট ব্যক্তিত্ব অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের দাতা সদস্য মো. আল মামুন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন অগ্রনী ভুমিকা রাখছে।
বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেইনার তাছলিমা আক্তারের উপস্থাপনায় রাজামেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিল্লা সদর হাসপাতালের ডা. কাজী জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার মো. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কাউট সদস্য কাজী জুবায়ের।
এ সময় উপস্থিত ছিলেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের ট্রেজারার সহকারী শিক্ষক মাহাবুবা আক্তার, কাজী ছাদেক, ফাহানা জাহান আখি, আড়জিনা, কামরুন নাহার, নাছরিন আক্তার বিউটি, মোশাররফ হোসেন, আদুর রউফ মিয়াজী, মজিবুর রহমান, রায়হান আহম্মেদ নিহাব গাজী, আয়শা আক্তার, আব্দুলাহ আল রাফি মিয়াজী।
অনুষ্ঠানে ডে ক্যাম্পে ক্ষুদে স্কাউটারগন দিনব্যাপী প্রাথমিক প্রতিবিধান, দড়ির কাজ, অনুমান পর্যবেক্ষণ প্রশিক্ষণ শেষে বিকালে নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশনার মাধ্যমে ডে ক্যাম্পকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সকল স্কাউট সদস্যরা ।
Last Updated on June 25, 2025 11:14 pm by প্রতি সময়