ফেনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী ৩৮১ তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স প্রশিক্ষনের তৃতীয় দিনে কোর্স পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী বলেছেন, স্কাউটিং মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হওয়া শেখে এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ সহযোগিতা করে। এতে তাদের মধ্যে দেশ প্রেম ও মানবিক গুনাবলী জাগ্রত হয়।
শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ফেনী জেলা রোভারের ব্যবস্থাপনায় মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কোর্স লিডার ও সরকারের সাবেক উপ সচিব জিএম আক্কাচ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্সের প্রশিক্ষক লিডার ট্রেইনার প্রফেসর মোজাহেদ হোসাইন।
মতবিনিময় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন প্রশিক্ষণার্থী মাহবুবা ফাতিমা জুই।
এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক একেএম মুজিবুর রহমান, অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, ড. জাকির হাওলাদার, রফিক আহামদ, সাহেদা সুলতানা ইয়াছমিন, ফজিলাতুন্নেছা, ফেনি জেলা রোভারের সম্পাদক জয়নাল আবেদীন, বেল্লাল হোসেন।
কোর্সে ফেনী , নোয়াখালী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, লক্ষীপুর, কক্সবাজার জেলার ৩৪ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণার্থী হিসাবে অংশ করেন।
আগামী ২৫ নভেম্বর বিকালে দীক্ষা ও রাতে তাঁবু জলসার মাধ্যমে কোর্স সমাপ্ত হবে।
Last Updated on November 23, 2024 8:57 pm by প্রতি সময়