কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, দেশের উন্নয়ন নয়, বরং স্বৈরাচারী শেখ হাসিনা গত ১৬ বছর বিরোধী দলগুলো দমন নিপীড়নে ব্যস্ত ছিল। দেশে একচ্ছত্রভাবে আওয়ামী দু:শাসন প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত থেকে অর্থনীতি থেকে শুরু করে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ছাত্র জনতার বিপ্লব দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছে। কিন্তু ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র থেমে নেই। ভারত অন্যায়ভাবে ত্রিপুরায় বাংলাদেশের সরকারি হাইকমিশনারের কার্যালয়ে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। জামায়াতে ইসলামী তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের কর্মী সম্মেলন আয়োজনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতকে কোনঠাসা করে রাখার আওয়ামী লীগের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে কুমিল্লা মহানগর জামায়াতের আমির আরো বলেন, দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা টাউন হল মাঠে আগামী শুক্রবার দলটির মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের সর্বশেষ কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে তৎকালীন চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী প্রধান অতিথি ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির আরো বলেন, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জামায়াতের মহিলা শাখার নেতাকর্মীরাও সম্মেলনে অংশগ্রহণ করবেন। তাদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে টাউনহলের সাথে ঈদগাহ মাঠের সংযোগ থাকবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকপট জসীম উদ্দিন সরকার।
প্রেস ব্রিফিংয়ে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিন জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা উত্তর জেলা আমীর আব্দুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মো:মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং মহানগর জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেলের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।
Last Updated on December 4, 2024 7:18 pm by প্রতি সময়