হৃদরোগ প্রতিরোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর ৭ দফা দাবির স্মারকলিপি দিয়েছে হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা। আগামী প্রজন্মের জন্য হৃদরোগের ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়ার পরামর্শ এসব দাবির মধ্যে তুলে ধরা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণের লক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। এসময় দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কুমিল্লা টাউনহল মাঠে আয়োজক সংগঠন হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লার বর্ণাঢ্য কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। এর আগে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ তার বক্তব্যে ৭ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে- খাদ্যসামগ্রী বিপণনে হৃদরোগের ঝুঁকির সতর্কীকরণ বার্তাসহ স্টিকার লাগাতে হবে, রাজপথে ফুটপাথের সাইকেল লেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ, সবুজ পার্ক ও বনায়ন গড়ে তোলা, নকল ও ভেজালমুক্ত ওষুধ এবং খাদ্য নিশ্চিত করা, আলাদা প্রিভেন্টিভ কার্ডিওলোজি ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউট স্থাপন এবং রাস্ট্রীয়ভাবে ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. সারওয়ার আলম, সংগঠনের মহাসচিব ডা. গোলাম শাহজাহান, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, ইনার হুইল ক্লাব অব কুমিল্লা’র ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডা. মল্লিকা বিশ্বাস প্রমুখ। পরে কালো ধোয়ামুক্ত নগরী গড়ার প্রতিকী হিসেবে বর্ণাঢ্য রিকশা র্যালি নগরীর সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম