গ্রামীণ জনপদে এখনো ব্যাপক জনপ্রিয়তার জায়গাটি ধরে রেখেছে ক্রীড়া অঙ্গনের জনপ্রিয় খেলা ফুটবল।
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরের পর থেকে ডা. মনিরুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য গ্রামের বিভিন্ন বয়সী হাজারো ক্রীড়ামোদি মানুষের উপস্থিতিতে বর্ণিল পরিবেশ সৃষ্টি হয়।
টয়োটা নাভানা লিমিটেডের সৌজন্যে টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিকুল আমিন।
খেলায় হোমনা নাসির ট্রাভেলসকে ১-০ গোলে হারিয়ে ঘারমোড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দিন মেদ ও আওয়ামীগ লীগ নেতা মাহবুবুর রহমান খন্দকার।
এ্যাডভোকেট সেলিম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন, আওয়ামী নেতা আবদুল করিম, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু ও মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবক আবদুল মান্নান সরকার, দুবাই প্রবাসী আবদুল আউয়াল,জাকির হোসেন মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার হিসেবে মোটরসাইকেল এবং ট্রফি তুলে দেয়া হয়।
Last Updated on March 21, 2023 10:33 pm by প্রতি সময়