ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার চান্দিনায় হোসাইনীয়া কমিটি বাংলাদেশ চান্দিনা পৌর শাখার উদ্যোগে জশনে জুলুসে অংশ নিয়েছে হাজারো ধর্মপ্রান মুসলমান। সবার মুখে ছিল হামদ, নাত, দরুদ আর স্লোগান।
মঙ্গলবার বিকেলে বিশাল জশনে জুলুসে নেতৃত্ব দেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা:জি:আ:)।
জশনে জুলুস মোকামবাড়ী শাহী ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে মোকামবাড়ীতে এসে শেষ হয়।
এ সময় রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব বলেন, ঈদে মীলাদুন্নবী দ: মুমিন ব্যক্তির জন্য অবশ্যই আনন্দের দিন।আল্লাহর আদেশ প্রিয় নবীর পবিত্র বেলাদতে ঈদ পালন করা। মহান আল্লাহ রাব্বুল আ’লামীন নবী করীম (সা.) কে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। আর আমরা আল্লাহর সেই প্রিয় হাবীবের উম্মত হবার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ ও তাঁর হাবীব মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জন এবং সেই নেয়ামতের শুকুর আদায়ে জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো: মফিজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি হাজী মোহাম্মদ শামীম হোসেন, চান্দিনা বাজার কমিটির সভাপতি মো: বাহার উদ্দিন বাহার সহ রাজাপুরা দরবার শরীফের ভক্ত, মুরিদান ও নবী প্রেমিক সুন্নি জনতা।
Last Updated on September 26, 2023 8:37 pm by প্রতি সময়