কুমিল্লায় ৮০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন (আইইবি) কুমিল্লা কেন্দ্র । সোমবার (২৬ জুলাই) দুপুরে ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টারের সহায়তায় এ সিলিন্ডার হস্তান্তর করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেস্টা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার।
এসময় উপস্থিত ছিলেন- আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রহমতউল্লাহ কবির, সম্মানী সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, অধ্যক্ষ ডাঃ মোস্তফা কামাল আজাদ, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন ও কুমিল্লা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সাহেলা নাজনিন, জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা প্রমুখ।
উপহার পাওয়া অক্সিজেন সিলিন্ডারগুলোর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০টি, কুমিল্লা জেনারেল হাসপাতালে ১৫টি, দাউদকান্দি উপজেলায় ২০টি ও মেঘনা উপজেলায় ১৫ টি সিলিন্ডার বিতরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 26, 2021 8:12 pm by প্রতি সময়